Atrangi Re (2021) Hindi WEB-DL 480p, 720p & 1080p | GDRive

 Atrangi Re (2021) Hindi WEB-DL 480p, 720p & 1080p | GDRive



দেখা শেষ 🥱

Atrangi Re (Disney Hotstar)

Rating: 8/10


Review:.

কিছু কিছু সিনেমা থাকে যেগুলো শুধুমাত্র পর্দার মধ্যে সীমিত থাকে না, পর্দা ছাড়িয়ে বাস্তবতার পটচিত্রে প্রসারিত হতে হতে কখন যে মানুষ এর মনের মধ্যে গেঁথে যায় তা টেরই পাওয়া যায় না. Anand L Rai এর "Atrangi Re" তাই এভাবেই কখন যেন স্ক্রিনে larger than life হয়ে ধরা দেয়. 

ট্রেইলার দেখার পর থেকেই এক আলাদা রকম এর ভালোলাগা জন্মে গেছিলো সিনেমাটির প্রতি. A. R. Rahaman এর জাদুগরি সুরে বাঁধা এই সিনেমা এক অদ্ভুত মায়াবী আলোছায়া সৃষ্টি করেছে পুরো স্ক্রিন জুড়ে যার বিশালতা ও ব্যাপকতা দর্শকের মনের মধ্যে প্রেমের আন্দোলন তোলে. রোমান্টিসিজম হোক বা ট্রাজিক লাভ স্টোরি হোক, বলিউড অনেক বার নিরাশ করেছে দর্শক দের. কিন্তু এক্ষেত্রে দৃশ্যটি পুরো অন্যরকম, এই গল্প এক রূপকথার গল্প কিন্তু তফাৎ শুধু একটিই. এখানে রাজকুমার কিন্তু কোনো হিরো বা সুপারহিরো নয়, নেহাতই এক সাধারণ মেডিকেল কলেজের পড়ুয়া (ধানুশ). আর রাজকুমারী? আহা! তার নামেই যে গোটা ছবিটি. আসল Atrangi কি তাহলে এই ছোট থেকে নিসঙ্গ থাকা বিহার এর এক গ্রাম এর মেয়ে (সারা আলী খান)?  এর উত্তর পেতে হলে সিনেমা শেষ এর পরেও অন্তত মিনিট দুয়েক নিজের সাথে সময় কাটাতে হবে.

অভিনয় এর কথা নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না. ধানুশ এবং অক্ষয় দুজনেই অনবদ্য. সেয়ানে সেয়ানে টক্কর. তবে অক্ষয় এর একই রকম অভিনয় শৈলী ও ডায়ালগ বিনিময় ধানুশ এর পশে খুব একটা নজর কাড়তে পারেনা. অক্ষয় এর "OMG! Oh my god" এর কৃষ্ণা চরিত্রটি মনে আছে তো! সে হচ্ছে এই সিনেমার সারপ্রাইজ এলিমেন্ট. এমন এক চরিত্র যে শেষ অব্দি অনেক কিছু শিখিয়ে যায়, অনেক না বলা কথা বলে দিয়ে যায়. ধানুশ এর "Ranjhana", "Asuran" এর পর যদি কোনো চরিত্র মনে জায়গা করে নেয় তাহলে এই সিনেমার "Vishu Babu" চরিত্রটি. এরকম প্রেমিক হবার স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে, আর ভালোবাসা যে শুধুমাত্র দুটি মনের মিলন আর কিছুই নয় তা শেখায় এই চরিত্র. তবে যার কথা না বললেই নয়, তা হলো সারা আলী খান. আমি কখনো এনার এত নিখুঁত অভিনয় দেখিনি. এই সিনেমার স্তালিন ঘোড়াটি যেন তিনি নিজেই, একাই ছূটে তীরের বেগে বেরিয়ে গেছেন বাকিদের পাশে রেখে. Kriti Sanon এর "Mimi" যদি এই বছরে তার career changing performance হয়ে থাকে, তবে "Atrangi Re" সিনেমা তে Sara Ali Khan তার এখনো অব্দি সর্বশ্রেষ্ঠ অভিনয়টি দিয়েছেন. সত্যিই প্রশংসনীয়.

মিউজিক নিয়ে যতই বলা যায় ততই কম বলা হবে. A.R. Rahman সত্যিই তিনি সুরের জাদুগর তা আরো একবার দেখা গেলো. কি অসাধারণ আবহ সংগীত গোটা চলচিত্র জুড়ে. ছবি যতই এগোচ্ছে ততোই যেন আবহসংগীত গাঢ় থেকে প্রগাঢ়তর হচ্ছে. 

সব মিলিয়ে বলবো বছরের প্রায় শেষে বড়োদিনে সত্যিই এক বড়ো ছবি উপহার পাওয়া গেলো. এই গল্প এমন এক ভালোবাসার গল্প যা কল্পনার জগৎ ও বাস্তবতার জগৎ এর মধ্যে এক অসাধারণ সংযোগ স্থাপন করে, যার সংযোগস্থল এ রয়েছে কোনো এক রাজকুমারীর মায়া. এই রাজকুমারীর মায়া কি পৃথিবী ভুলে যাবে শেষ অব্দি? এটাই তো দেখার. ঝটপট দেখে ফেলুন.


আমার তো বেশ ভালো লেগেছে. আপনাদের কেমন লাগলো শেয়ার করে ফেলুন মতামত ☺️☺️